: Apr 11, 1948
: আফগানিস্তানের রাজধানী কাবুলে
"তামিম আনসারী । একজন আফগান বংশোদ্ভূত আমেরিকান লেখক। তিনি ১৯৪৮ সালের ৪ নভেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি একজন পাবলিক স্পিকার হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়। ইতিহাসের একজন আপাদমস্তক ছাত্র হিসেবে তাঁর লেখায় বরাবরই ইতিহাস ও ঐতিহাসিক বিভিন্ন ঘটনা প্রাধান্য পেয়েছে। কাবুলে হাইস্কুল পর্যন্ত পড়াশোনা করে ১৯৬৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তার মা ছিলেন প্রথম মার্কিন মহিলা, যিনি একজন আফগান পুরুষকে বিয়ে করেছিলেন। ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তিনি বেশ কিছু বই লিখে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন; যার মধ্যে অন্যতম হলো—‘ডেসটিনি ডিজরাপ্টেড', ‘ইস্ট অব কাবুল : ওয়েস্ট অব নিউইয়র্ক'। টুইন টাওয়ারে হামলার ঘটনাটি মূলত তাঁর জীবনদর্শনকে পুরোপুরি পালটে দেয়। এর আগে তিনি যে পেশায় ছিলেন, সেখান থেকে সরে এসে ইতিহাস চর্চা করতে শুরু করেন এবং মুসলমানদের প্রকৃত ইতিহাস বিশ্ববাসীকে জানানোর উদ্যোগ নেন। তিনি তাঁর জন্মভূমি আফগানিস্তানকেও কোণঠাসা করে রাখার পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন । বিগত দুই দশক ধরে তিনি সানফ্রান্সিসকোতে নতুন লেখক তৈরির উদ্দেশ্যে ওয়ার্কশপ পরিচালনা করছেন। "