: Jan 1, 1975
: আমেরিকান, টেক্সাসে
"ড. ইয়াসির ক্বাদি । জন্ম আমেরিকায় ১৯৭৫ সালে । হুস্টন ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ওপর বিএসসি করেছেন। ইসলামের প্রতি অনুরক্ত হয়ে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে যান উচ্চতর অধ্যয়ন করতে। প্রথমে ‘হাদিস ও ইসলামি শাস্ত্র' অনুষদ থেকে আরবি ভাষার ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। পরে দাওয়াহ অনুষদ থেকে ইসলামি ধর্মতত্ত্বের ওপর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। আমেরিকায় ফিরে এসে ইয়েল ইউনিভার্সিটি থেকে ধর্মতত্ত্বে পিএইচডি করেন। ২০০১ সাল থেকে তিনি আল মাগরিব ইন্সটিটিউট-এর একাডেমিক বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অধ্যাপনা করছেন টেনিসির রোডস কলেজের ধর্মশিক্ষা বিভাগে । সোশ্যাল মিডিয়াতে অব্যাহতভাবে কথা বলছেন সমসাময়িক ইস্যু ও ইসলামের মৌলিক নীতিমালা নিয়ে । ২০১১ সালে দ্যা নিউইয়র্ক টাইমস -এর এক নিবন্ধে ইয়াসির ক্বাদিকে আমেরিকায় ইসলামের সবচেয়ে প্রভাবশালী পণ্ডিতদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর রচিত গ্রন্থসমূহ বিশ্বব্যাপী জনপ্রিয় এবং নানান ভাষায় অনূদিত হচ্ছে। "