হেনরি ফোর্ড

ln.Birth: Jul 30, 1863

ln.address: আমেরিকান

ln.AboutTheAuthor :

"হেনরী ফোর্ড একজন আইরিশ বংশোদ্ভুত আমেরিকান নাগরিক। তিনি ১৮৬৩ সালের ৩০ জুলাই মিশিগান প্রদেশের ডিয়ারবর্ন শহরে জন্মগ্রহণ করেন। লেখক হিসেবে নন, মূলত একজন শিল্পপতি ও উদ্যোক্তা হিসেবে তিনি পুরো বিশ্বে অধিক জনপ্রিয়। ফোর্ড মোটর গাড়ির নাম শোনেনি, বোধ করি এমন মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। যন্ত্রপাতি শিল্পে তার প্রতিভা খুব অল্প বয়সে সবার চোখে ধরা পরে। ১৮৯০ সালে ডেট্রইট এডিসন ইলেক্ট্রিক কোম্পানিতে কাজ করার সময় তিনি লক্ষ করেনÑ বাজারে প্রাইভেট মোটর গাড়ির প্রচুর চাহিদা রয়েছে। সে সময় শুধু উচুঁ সমাজপতিদের জন্য গাড়ি প্রস্তুত করা হতো; যার মূল্য ছিল আকাশচুম্বী। নিজেদের একটি ব্যক্তিগত গাড়ি থাকবেÑ মধ্যবিত্তদের জন্য এটা ছিল নিছক এক অলিক কল্পনা মাত্র। তাদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে কেউ তখন গাড়ি প্রস্তুত করত না। হেনরি ফোর্ড এই সুযোগটি লুফে নেন। ১৯০৩ সালে তিনি এবং ১১ জন শেয়ারহোল্ডার এক হয়ে প্রতিষ্ঠা করেন ফোর্ড মোটর কোম্পানি। উৎপাদন খরচ কমিয়ে বিক্রয় মূল্য মধ্যবিত্তদের জন্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে গণ-উৎপাদনের (Mass Production) ধারণা তাক লাগিয়ে দেয় সবাইকে। ১৯২০ সালে তার প্রতিষ্ঠান প্রতিদিন ১০০০টি বিশ্বমানের মোটর গাড়ি প্রস্তু করত। ১৯২৪ সালে তার বার্ষিক উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ২০ লক্ষ! ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজ সংষ্কারক। জীবদ্দশায় তিনি একাধিক বই লিখেছিলেন। ‘The International Jews’ ছাড়াও তার আরও কিছু জনপ্রিয় বইয়ের নাম হলো : My Life and Work, Today and Tomorrow, Edison As I Know Him, The Case Against White Slaver, My Philosophy of Industry Ges My Frined Edison "

ln.SpecialPackage