: Jun 1, 1897
: নাজিবাবাদ, ভারত
আকবর শাহ খান নাজিবাবাদি
প্রখ্যাত ভারতীয় মুসলিম ইতিহাসবিদ। ১৮৭৫ সালে তিনি ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশে বিজনোরের নাজিবাবাদে জন্ম গ্রহণ করেন। ১৮৯৭ সালে নাজিবাবাদ মাধ্যমিক ব্যিালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন।
১৯০৬ সালে তিনি কাদিয়ানে এসে মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি প্রণীত আহমাদীয়া মতবাদ গ্রহণ করেন। দীর্ঘ ৫ বছর পর্যন্ত তিনি কিদিয়ানিপন্থী মাদরাসা নুর আল ইসলামের সুপারিনটেন্ডেট হিসেবে দায়িত্ব পালন করেন। শেষ জীবনে তিনি কাদিয়ানি ধর্মমত থেকে ইসলামে ফিরে আসেন। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ১৯৩৮ সালের ১০ই মে তিনি ইন্তিকাল করেন।
তার রচনাবলীর মধ্যে বিখ্যাত হলো¬ তারিখুল ইসলাম, তারিখে জাওয়ালে মিল্লাতে ইসলামিয়্যা ইত্যাদি।