হৃদয় হলো শরীরের রাজধানী

ln.Author: Guardian Publications

ln.Date : Feb 11, 2024
ln.ToatalView : ২৬৭
হৃদয় হলো শরীরের রাজধানী

জগতের সব কিছুই আল্লাহর নামের ত্রিমাত্রিক প্রতিফলন, যা আমাদের অস্তিত্বের আয়নায় দৃশ্যমান হয়। প্রকৃত পক্ষে মানুষ এবং সৃষ্টি জগতের যে কোনো সৃষ্টি -হোক তা দৃশ্য বা অদৃশ্য- আল্লাহর বৈশিষ্ট্যের প্রতিফলনমাত্র। যদি এক মুহূর্তের জন্য আল্লাহ এ জগতের আয়না থেকে তাঁর অনুগ্রহের মুখ ফিরিয়ে নেন, তাহলে সব কিছু অদৃশ্য হয়ে যাবে, কারণ তাঁকে ছাড়া কোনো কিছুই অস্তিত্বশীল হবার যোগ্যতা রাখে না। আল্লাহ হলেন আল হাই- চিরঞ্জীব, যাঁর প্রেরণায় জীবিতরা জীবন লাভ করে। আল্লাহ হলেন আল কাইয়ুম- স্বনির্ভর, জগতের সব কিছু তার উপর নির্ভরশীল। আয়নায় ফুটে ওঠা প্রতিবিম্ব যেমন আয়নার সামনে দাঁড়ানো ব্যক্তি নয়, তেমনি সৃষ্টিজগতের কেউও আল্লাহ নয়। আয়না যেমন সামনে দাঁড়ানো ব্যক্তির উপস্থিতির সাক্ষ্য দেয়, আমরাও তেমনি আল্লাহর অস্তিত্বেরই প্রমাণ বহন করি। দিগন্তে সূর্যের উদয় হয়, তাই বলে সূর্য দিগন্তের একটি অংশ হয়ে যায় না। তেমনি আল্লাহর আলো সৃষ্টির উপর প্রতিফলিত হয়, তাই বলে সৃষ্টির কোনো অংশ আল্লাহ হয়ে যায় না। প্রতিটি গাছ, শিশু, তারকারাজি, গ্যালাক্সি ও অনু-পরমাণু আল্লাহর বৈশিষ্ট্যের প্রতিফলন বহন করে চলেছে। যেহেতু জগতের সব কিছুর আদি উৎস আল্লাহ এবং সবকিছু আবার আল্লাহর কাছে ফিরে যায়, সেহেতু আল্লাহর জ্ঞান ও ভালোবাসার বাইরে কোনো কিছু নেই। জালালুদ্দিন রুমি বলেছেন, আমি যা কিছুই বলি না কেন, তা আল্লাহর ভালোবাসাকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। তবু সৃষ্টিজগতের কেউ তাঁর ভালোবাসার কথা বলা বন্ধ করবে না। ভালোবাসাকে যেমন দেখা যায় না অথবা পরিপূর্ণভাবে জানা যায় না, কিন্তু এর অস্তিত্ব অনুভব করা যায়, তেমনি আল্লাহকে দেখা যায় না, পরিপূর্ণভাবে জানা যায় না, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাঁর অস্তিত্বকে অনুভব করা যায়। আপনার হৃদয়ের সেই স্থানকে খুঁজে বের করুন, যেখানে অজানার বাস। জীবনের রহস্যময়তার উপর দৃষ্টি নিবদ্ধ করুন। হৃদয়ের ভেতরের অপরিচিত ভিতের উপর দাঁড়ানো জায়গাগুলোতে ভ্রমণ করুন। সেই জগতে যাত্রা করুন, যে জগতের পার্থিব সীমাবদ্ধতা আপনাকে কেনো ফ্রেমে আটকে রাখতে ব্যর্থ হয়। সেই কোয়ান্টাম জগতে পরিভ্রমণ করুন, যেখানে বিজ্ঞানের সকল সূত্র অচল হয়ে যায়। এবং নিজের অজ্ঞতাকে উপলব্ধি করুন। সেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ুন, যা জগতের সব কিছুর ভেতর লুকায়িত রয়েছে। পরিচিত জ্ঞানের সকল দেয়ালকে ভেঙে ফেলুন। আল্লাহর অসীম প্রকৃতির প্রতি বিনয়ী হোন। এটি সেই জায়গা, যেখানে আপনি আল্লাহকে অনুভব করতে পারবেন। এটি সেই জায়গা, যেখানে এসে আপনি অবশেষে বুঝতে পারবেন, আপনি আসলে আল্লাহকে কখনওই তেমন ভাবে জানতে পারবেন না, আসলে তিনি যেমন। তবু প্রতিদিন, প্রতি মুহূর্তে তাঁর দম আপনার ভেতরে জীবন সৃষ্টি করে যাবে। -সিক্রেটস অব ডিভাইন লাভ গ্রন্থ থেকে

ln.RelatedArticle