ইতিহাসপাঠ কেন জরুরি?

ln.Author: গার্ডিয়ান পাবলিকেশন্স

ln.Date : Sep 3, 2024
ln.ToatalView : ৩৮
ইতিহাসপাঠ কেন জরুরি?

মনে করুন, আপনার বাবার অনেক জায়গাজমি, বাসাবাড়ি ছিল।; কিন্তু তিনি সেগুলোর কথা কাউকে বলে যাননি, দলিলপত্রও দিয়ে যাননি।
আপনি ২০ বছর একটি বাসায় ভাড়া থাকেন। যে অফিস আছে, সেটার ভাড়া দেন ১০ বছর।
পরে জানতে পারলেন, আপনি নিজেই তো সেটার মালিক!

নিজেই নিজের জায়গার, নিজের বাসার ভাড়া দিয়েছেন এতদিন! এখন আর সেই টাকাও পাবেন না; সেটা না জানার কারণে দখলও হয়ে গেছে।
এ রকম ঘটনা সাধারণত হয় না। কারণ, মানুষ নিজের সম্পদের ব্যাপারে খুব সচেতন।
কিন্তু আপনি মুসলিম হিসেবে যদি ইতিহাস না জানেন, তার মানে আপনি সেই ছেলের মতো, যে কিনা নিজের সম্পদ কোথায় আছে, শত্রু কারা, সেগুলো না চিনেই জীবনযাপন করছেন।

যে ছেলে তার বাবার সম্পত্তির কথা না জেনে এতদিন ভাড়া দিয়ে থেকেছে, তাকে সবাই বোকা বলবে।
অথচ আপনি নিজের ইতিহাস জানেন না, সেটার আগ্রহবোধ করেন না; নিজেকে চালাক ভাবেন?
ইতিহাস হলো একটি জাতির দলিল।

বাড়ির দলিলপত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ইতিহাস কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও গুরুত্বপূর্ণ।
পবিত্র কুরআন, আল্লাহর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। দীর্ঘ ২৩ বছর ধরে যে কিতাব নাজিল হয়। মাত্র ৬ হাজারের বেশি আয়াত আছে যে কিতাবে, সেই কিতাবেরও প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে আল্লাহ তায়ালা ইতিহাস নিয়ে আলোচনা করেছেন।

এ থেকেই বোঝা যায়, ইতিহাসপাঠ কতটা গুরুত্বপূর্ণ।
আপনি কি মনে করেন, ইতিহাস পড়া গুরুত্বপূর্ণ?
আপনার মতামত জানাবেন প্লিজ।


ln.RelatedArticle