কখনো নিরবে অশ্রু ঝরলো, কখনো হু হু করে কেদে উঠলাম, কখনো হাও মাও করে কাদলাম।
আনন্দে কেদেছি, বিরহে কেদেছি, না পাওয়ার বেদনায় কেদেছি, ভালবাসায় শিক্ত হয়ে কেদেছি,ঈমানের তেজে দীপ্ততা ফিরে পেয়েছি। ত্যাগ-কুরবানির জন্য প্রেরণা পেয়েছি।
বইটির পাঠ্যসুখ আমার কাছে কবি হাফিজের কবিতার খোরমা খেজুর, মাওলানা রুমির কবিতার আধ্যাত্মিকতা মিশ্রিত মগ্নতায় বিভোর করে দেওয়া শরাব,
নজরুলের জোৎসোনার সাথে রংধনুর সাত রঙ মেশানো শিল্পকর্ম, কবি ফররুখের রাজতোরণ।