অট্টহাসি শুনে সামনে তাকাল সিয়াম-জুনি ওকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে। বিশ্রী ভাষায় গাল দিলো সে। রাতের প্রকৃতিকে আরও একবার দেখে নিল সিয়াম। ভয়ংকর সুন্দর। চোখ বুজে ফেলল। অয়নকে খুঁজতে দুর্গম পাহাড়ে এসেছিল ওরা। ফাহিম ও অং সদ্য আবিষ্কৃত গোপন ক্যাম্পে ঢুকেছে। ওরা কি ধরা পড়ে গেছে? ডার্ক রাইডার্স কারা? ওরাই কি অয়নকে কিডন্যাপ করেছে? এল্টন চাকমা নিখোঁজ হওয়ার নেপথ্য কী? পাহাড়ি মেয়েরা কোথায় হারিয়ে যাচ্ছে? আর কিছু ভাবতে পারল না সে। ঠুস! সাইলেন্সারের মিষ্টি শব্দটা শোনা গেল। বেরিয়ে পড়েছে ঘাতক বুলেট...