এ বই সেকুলারিজমকে পর্যালোচনামূলকভাবে দেখা ও বোঝার একটা চেষ্টা। আমাদের প্রগতিশীল ভাবুকদের গতানুগতিকভাবে সেকুলারিজম বোঝাপড়ার যে পদ্ধতি, তার বাইরে যেয়ে এ বই নতুন একটা চিন্তার খোরাক জোগাবে বলেই আমাদের বিশ্বাস। বাংলাদেশের প্রেক্ষাপটে সেকুলারিজমকে নতুনভাবে বোঝাপড়ার গুরুত্ব নিয়ে লিখেছেন ফাহমিদ-উর-রহমান।