আনোয়ার ইবরাহিম

ln.Birth: Jan 1, 1880

ln.address: মালোশিয়া

ln.AboutTheAuthor :

"আনোয়ার ইবরাহিম। ছাত্রজীবনে ১৯৬৮-১৯৭১ সাল পর্যন্ত ন্যাশনাল ইউনিয়ন অব মালয়েশিয়ান মুসলিম স্টুডেন্টস-এর সভাপতি ছিলেন। পরে যুক্ত হন মাহাথির মুহাম্মাদ-এর ‘ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন’-এ। ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন এবং ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ছিলেন অর্থমন্ত্রী। এর আগে তিনি সংস্কৃতি, যুব ও ক্রীড়া (১৯৮৩)-সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সাল থেকে মালয়েশিয়ার রাজনৈতিক দৃশ্য থেকে দশ বছর দূরে থাকার পরে ২০০৮ সালে উপনির্বাচনে পারমাতাং পাউহ আসনের সংসদীয় আসনে জয়ী হয়ে তিনি ফিরে আসেন। তিনি বর্তমানে মালয়েশিয়ার বিরোধী পিপলস জাস্টিস পার্টির (কেডিলান) নেতা। আনোয়ার ইবরাহিমের জন্ম ১৯৪৭ সালে পেনাঙে। তিনি ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ছয়টি সন্তান রয়েছে। সারা দুনিয়ার মুসলিম রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। বিশ্বব্যাপী তার ভক্ত ও শুভাকাক্সক্ষী ছড়িয়ে আছে।"

ln.SpecialPackage