আব্বাস মাহমুদ আল আক্কাদ

ln.Birth: Jan 1, 1780

ln.address: 0

ln.AboutTheAuthor :

"আব্বাস মাহমুদ আল আক্কাদ। মিশরীয় আধুনিক কবি, ভাষাতাত্ত্বিক ও গদ্যকার। জন্ম উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, মিশরের অন্যতম প্রাচীন সভ্যতার পটভূমি আসওয়ান নগরে। বাল্যকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী ও কঠোর অধ্যবসায়ী। তাঁর অনন্য প্রতিভা ও মননশীলতায় বিস্মিত হয়েছিলেন ইমাম মুহাম্মাদ আবদুুহুর মতো প্রাজ্ঞ বিচারক। স্কুলে থাকাকালীন পর্যটকদের সঙ্গে দোভাষী হিসেবে কাজের সুবাদে তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করলেও মাধ্যমিকে পড়ার সুযোগ পাননি আক্কাদ। পারিবারিক অসচ্ছলতার দরুন প্রবেশ করেন কর্মজীবনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি শিক্ষকতা, সরকারি চাকরি ও পত্রিকা সম্পাদনা থেকে শুরু করে অংশ নিয়েছেন সক্রিয় রাজনীতিতেও। বর্তমানে তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা শতাধিক। উপন্যাস, কাব্যগ্রন্থ, গবেষণাকর্ম ও অনুবাদÑসাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই স¦াচ্ছন্দ্য পদচারণা রেখে গেছেন তিনি। তাঁর রচনা পরিব্যাপ্ত হয়েছে ধর্ম, দর্শন, রাজনীতি থেকে ভাষাতত্ত্ব ও ইসলামের বিস্তৃত সীমাজুড়ে। আধুনিক আরবি সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘আরবি সাহিত্যের সম্রাট’ উপাধিতে ভূষিত করা হয়। ১৯৫৮ সালের ২৫শে ডিসেম্বর মিশরের আলেকজান্দ্রিয়ায় ক্ষণজন্মা এই কালজয়ী সাহিত্যিক ইহলোক ত্যাগ করেন। "

ln.SpecialPackage