গার্ডিয়ান পরিচিতি (About Us)


গার্ডিয়ান পাবলিকেশন্স। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান; যা জ্ঞানের উত্তাল সমুদ্রে একটি উচ্ছ্বাসী তরির ন্যায় ছুটে চলছে অবিরাম।

বাংলাভাষী পাঠকসমাজের নিকট গার্ডিয়ান অতি পরিচিত এক নাম। বাংলা সাহিত্যাঙ্গনের অন্যতম ধ্রুবতারা। শুধু সাহিত্য তৈরিতে নয়, লেখক ও পাঠক তৈরিতেও গার্ডিয়ান পাবলিকেশন্স অনবদ্য ভূমিকা রাখছে সত্যিকারের গার্ডিয়ানের বেশে।

২০১৭ সালে যাত্রার সূচনালগ্নেই পাঠকসমাজে তুমুল আলোড়ন সৃষ্টি করে গার্ডিয়ান পাবলিকেশন্স। প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমেই জয় করে লাখও পাঠকের হৃদয়। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পরবর্তী প্রকাশনাগুলোতেও। এক এক করে প্রকাশিত হয় বি-স্মার্ট উইথ মুহাম্মাদ সা., সানজাক-ই উসমান, এরদোয়ান দ্যা চেঞ্জমেকার, দ্যা রিভার্টস, রিভাইভ উয়োর হার্ট, বন্ধন ও প্রোডাক্টিভ মুসলিমের মতো সাড়া জাগানো সব বই। এই সকল বইয়ের মধ্য দিয়েই শুরু হয় নতুন এক অধ্যায়ের নবযাত্রা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই গার্ডিয়ান পাবলিকেশন্স ধারাবাহিকভাবে অর্জন করেছে ২১ শে বইমেলা বেস্টসেলার পদকসহ বিভিন্ন সম্মাননা। গত কয়েক বছরের যাত্রায় অব্যাহতভাবে গার্ডিয়ানের উল্লেখযোগ্যসংখক বই বিভিন্ন ক্যাটাগরিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।


গার্ডিয়ানের অর্জিত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা

১. রাইজিং পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০১৭

২. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৮

৩. শ্রেষ্ঠ স্টল। চট্টগ্রাম বিভাগীয় ২১ শে বইমেলা-২০১৯

আয়োজক : জেলাপ্রশাসন, চট্টগ্রাম

৪. শ্রেষ্ঠ স্টল। বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা

আয়োজক : জেলাপ্রশাসন, নরসিংদী

৫. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৯

৬. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০

৭. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২১

৮. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২

৯. বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২

 গার্ডিয়ানের প্রকাশিত বই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বদরবারেও সুনাম কুড়িয়েছে। আলো ছাড়িয়ে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের পার্লামেন্টেও। তুরস্কের জাতীয় পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ গ্রহণ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। একইভাবে মালোয়েশিয়ার প্রেসিডন্ট আনোয়ার ইব্রাহীমের হাতেও পৌঁছে যায় গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ।

গার্ডিয়ান তার সাত বছরের পথচলায় এখন পর্যন্ত সাহিত্যের ৪০টি ক্যাটাগরিতে প্রায় ১৮০টি গ্রন্থ প্রকাশ করেছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও শতাধিক বই। এই সকল গ্রন্থের লেখকদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত বিভিন্ন স্কলার, দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, মাদরাসা, ইনস্টিটিউট ও দ্বীনি মারকাজের শিক্ষক, গবেষক ও পণ্ডিতগণ। পাশাপাশি সম্ভাবনাময় তরুণ ও নতুন লেখকগণের বই প্রকাশ করেছে গার্ডিয়ান। নতুনরাও আলো ছড়িয়েছেন সমানতালে।


যে সকল বিষয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স বই প্রকাশ করেছে, সেগুলো হলো :

ইতিহাস ও সভ্যতা

কিশোর সাহিত্য

ইসলামি আদর্শ ও মতবাদ

ঈমান ও আকিদা

কুরআন ও হাদিস

ইসলামি দাওয়া ও দাঈ

সিরাতে রাসূল ﷺ

ক্যারিয়ার, স্কিল ও লিডারশিপ

মুসলিম ব্যক্তিত্ব ও জীবনী

ইসলামি জীবন

দাম্পত্য ও পরিবার

সন্তান প্রতিপালন (প্যারেন্টিং)

মতবাদ ও দর্শন

গল্প ও উপন্যাস

রহস্য, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

মুক্তিযুদ্ধ

কবিতা ও সংগীত

আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

ইসলামি শিল্প ও সংস্কৃতি

শিশুতোষ বই

নারীবিষয়ক

ইসলাম, বিজ্ঞান ও নাস্তিকতা

সাইন্স ফিকশন

সাহাবিদের জীবনী

ইসলাম শিক্ষা ও পরিচিতি

বিজ্ঞান

স্বাস্থ্য ও লাইফস্টাইল

বিশ্বরাজনীতি

ভ্রমণ ও প্রবাস

প্রাতিষ্ঠানিক কাঠামো

প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে গার্ডিয়ান পাবলিকেশন্স একটি অংশীদারি ব্যাবসায়িক প্রতিষ্ঠান। ১১ জন ডিরেক্টরের সমন্বয়ে এর পরিচালনা পর্ষদ গঠিত। ২০১৭ সালে এটি বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি (বাপুস)-এর সদস্যপদ লাভ করে এবং পরবর্তী সময়েই বাংলাদেশ সরকারের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয় (লাইসেন্স নং : TRAD/DSCC/327390/2019)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাবতীয় আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স আইনানুযায়ী ব্যাবসা পরিচালনা করে আসছে।

পরিচালনা পর্ষদ

১. চেয়ারম্যান : মো. মাহমুদুল ইসলাম

২. ভাইস চেয়ারম্যান : মো. মাহমুদুল হাসান

অন্যান্য ডিরেক্টরবৃন্দ :

৩. নূর মোহাম্মদ আবু তাহের

৪. মো. মাহমুদুল হাসান

৫. মো. মোবাশ্বের আলী

৬. সালেহ আরিফ

৭. মোহাম্মাদ সাইফুর রহমান

৮. মীর মোহাম্মাদ নাজমুল হুদা

৯. শাহমুন নাকিব ফারাবি

১০. মো. মুজাহিদুল ইসলাম

১১. মো. তৌহিদুল মিনহাজ

 ব্যবস্থাপনা পরিচালক : নূর মোহাম্মাদ আবু তাহের

উপ-ব্যবস্থাপনা পরিচালক : মো. মাহমুদুল হাসান

জেনারেল ম্যানেজার : নাজমুল হুদা

একনজরে গার্ডিয়ান পরিচিতি

প্রতিষ্ঠানের নাম : গার্ডিয়ান পাবলিকেশন্স

ধরন : পুস্তক প্রকাশক

স্লোগান : A Creation For Truths

ট্রেড লাইসেন্স নম্বর : TRAD/DSCC/327390/2019

ঠিকানা : ৩৪ নর্থব্রুক হল রোড (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০

ফোন : 02-57163214

মোবাইল : 01710197558, 01998-584958

Email : guardianpubs@gmail.com

website : https://guardianpubs.com